top of page
Search
Aoyon Paul

ANSYS এর অ আ ক খ

Updated: Nov 10, 2020


পার্ট-১ :


মনে করুন, আপনি আপনার বাড়িতে একটি দোলনা বানাতে চাচ্ছেন। কিন্তু এই কোভিড-১৯ এর জন্য কোনো কারিগর পাচ্ছেন নাহ। সিদ্ধান্ত নিলেন নিজেই বানাবেন দোলনা। খুবই ভালো কথা। কিন্তু কোন ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে,কোন স্ট্রাকচার বেশি লোড নিতে পারবে তাহ অনুমান করতেই মাথার ঘাম পায়ে পড়ছে। তোহ, আপনার এই কাজে আশীর্বাদস্বরূপভাবে সাহায্য করবে সিমুলেশন সফটওয়্যার আন্সিস । যেখানে আপনি নিজের মত করে ডিজাইন করে, বিভিন্ন লোড/ভর দিয়ে আপনার মডেলটির স্থায়িত্ব বের করে নিয়ে সফল ভাবে একটি দোলনা বানাতে পারবেন । দোলনা বানানো তোহ হয়ে গেল। তোহ আসুন প্রথমেই জেনে নেই কি এই আন্সিস এবং কেন এটি দরকার?


আন্সিস হচ্ছে মূলত ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কোনো মডেল বা অবজেক্টের সিমুলেশন করার একটি সফটওয়্যার । যেখানে আপনি কোনো কিছু সিমুলেশন করার পাশাপাশি ডিজাইনও করতে পারবেন । তোহ সিমুলেশন জিনিসটা আবার কি? সিমুলেশন হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে রিয়েল সিস্টেমের মিমিক করা হয় কম্পিউটার ব্যবহার করে এবং যেখানে কিছু ম্যাথম্যাটিক্যাল মডেল কোনো সিস্টেমের উপর প্রয়োগ করে তার বিভিন্ন বিহেবিওর এনালাইসিস করা হয়। নিচে কিছু অবজেক্টের সিমুলেশন দেখানো হল ঃ 







আসুন জেনে নেই আন্সিস দিয়ে দোলনার ডিজাইন ছাড়াও আর যা যা করতে পারবেনঃ ১. কোনো মডেলের এরোডাইনামিক্স বিহেবিওর এনালাইসিস করা । ২. কোনো বস্তুর তাপমাত্রা সহ্য করার ক্ষমতা বের করা অথবা কোনো অবজেক্ট এর উপর বিভিন্ন বল বা পারিপার্শ্বিক পরিবেশের প্রভাবের কারনে কি পরিমান তাপ উৎপন্ন হতে পারে তা বের করা। মূলত তাপমাত্রার সম্পর্কিত সব কিছু বের করা যাবে এই সফটওয়্যার ব্যবহার করে। ৩. কোনো বস্তুর উপর কি পরিমান বল প্রয়োগ করলে তার বিকৃতি ঘটবে তাও কিন্তু খুব সহজেই বের করা যাবে এই সফটওয়্যার ব্যবহার করে। মূলত আপনি Computational Fluid Dynamics (CFD), Finite Element Method (FEA), Heat transfer ছাড়াও আরও অনেক কাজ সহজেই করতে পারবেন।

আন্সিসের শাখা-প্রশাখাঃ 

১. ANSYS Mechanical- আপনার কাছে থাকা কোনো স্ট্রাকচারাল মডেল সেটি লিনিয়ার, নন লিনিয়ার বা ডাইনামিক যাই হোক নাহ কেন আন্সিসে থাকা FEA প্যাকেজ দিয়ে সহজেই সমস্যার সমাধান করতে পারবেন । ২. ANSYS Fluent, CFD, CFX- সকল ধরনের Computational Fluid mechanics জাতীয় সমস্যার সমাধানের জন্য ANSYS এর ভার্চুয়াল এনভাইরনমেন্ট ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি Electronics এবং Optimization মডিউল ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারবেন। আন্সিসের আরও কিছু সুবিধাঃ ১. আপনি যেমন এখানে ডিজাইন করতে পারবেন ঠিক তেমনি অন্য যেকোনো CAD সফটওয়্যার থেকে আপনার ডিজাইন করা মডেলটি ইমপোর্ট করে সিমুলেশন করতে পারবেন । ২. আপনি সঠিক অ্যালগোরিদম ব্যবহার করে অনেক উচ্চ মাত্রার ইঞ্জিনিয়ারিং সমস্যার সমাধান করতে পারবেন নির্ভুলভাবে। ৩. ANSYS AIM ব্যবহার করে আপনি মাল্টি ফিজিক্স সিমুলেশন করতে পারবেন। এছাড়াও আরও অনেক সুবিধা আছে যেগুলো লিখে শেষ করার মত নয়। জানার আগ্রহ যদি বেশি থাকে তাহলে ঘুরে আসতে পারেন এই লিংক থেকেঃ About ANSYS

 

তোহ এতক্ষণ অনেক বকবক করলাম। কিন্তু,কোথায় পাবো এই জাদুকরী সফটওয়্যার। আসুন জেনে নেই। Download ANSYS এই লিংকে গেলেই পেয়ে যাবেন অমূল্য রতন আন্সিস । যেহেতু এটি অমুল্য রতন এর জন্য তোহ আপনাকে এর মূল্য দিতেই হবে । সুতরাং এটি কোনো ফ্রী সফটওয়্যার নয়। দামি কিছু যখন আমরা কিনতে যাই তার যেমন ট্রায়াল দেওয়া যায়, এটিও আপনি ফ্রী ট্রায়াল দিতে পারবেন তবে শর্ত প্রযোজ্য। আপনি কি এত মূল্য দিতে অপারগ,তবে কি পাবেন নাহ এই সোনার হরিণ?

হ্যাঁ , আপনার আমার মত মানুষদের বিশেষ করে ছাত্রছাত্রীদের কথা চিন্তা করেই আন্সিস এর স্টুডেন্ট ভার্সন রিলিজ করেছে । যেটি সম্পূর্ন বিনামূল্যে পাওয়া যাবে ।  ডাউনলোড করতে Free Student Version এই লিংকে প্রবেশ করতে পারেন । আপনার পিসি বা ল্যাপটপে আন্সিসের সর্বোচ্চ পারফরমেন্স পেতে রিকমেন্ডড কম্পিউটার সিস্টেম কেমন হতে পারে তা দেখতে চটজলদি ঘুরে আসতে পারেন Recommended Computing for Ansys Products এইলিংক থেকে।    ডাউনলোড তোহ হল। কিন্তু কে শিখাবে এই আন্সিস, কার শিষ্যত্ব গ্রহণ করবেন আপনি? আপনার কথা চিন্তা করেই Udamy (Udamy ANSYS Course) কিছু আন্সিসের পেইড কোর্স পাবলিশ করেছে, যেগুলো খুব সহজেই করে ফেলতে পারবেন,কিন্তু অবশ্যই তা টাকার বিনিময়ে । এছাড়া ইউটিউবে ফ্রিতে আপনি বিভিন্ন চ্যানেল থেকে সহজেই এটি শিখে নিতে পারবেন । তোহ আর দেরি কিসের? শুরু করে দিন আপনার সিমুলেশন জগতের যাত্রা আন্সিসকে সাথে নিয়ে।


কিছু গুরুত্বপুর্ণ লিঙ্কঃ

4. https://www.youtube.com/playlist?list=PLbRMhDVUMngcFmWiK1YBhAbsYo8mYvPKJ ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে মনে করি । শুভ কামনায়, অয়ন পাল যন্ত্রকৌশল বিভাগ, চুয়েট

74 views0 comments

Comments


bottom of page